বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রথিতযশা সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল। মঙ্গলবার (১১ জুন) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোজাম্মেল হক, নির্বাচন কমিশনার এ্যাডঃ এবিএম সেলিম ও নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক হেদায়েতুল ইসলাম এর হাতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ শে জুন সকাল ৯ টা হতে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন হবে। হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় বিশেষ ভূমিকা রেখে আসছেন। এছাড়াও তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক (বিষ্ণুপুর), বিশ্ব বাংলা সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদকসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে থেকে কাজ করছেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বিজয় নিউজ এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের পাতা, দৈনিক দেশ সংযোগ ও দৈনিক যুগেরবার্তা পত্রিকায় কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
Leave a Reply