মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার মৌলভীবাজারঃ
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের পুকুর থেকে সুমাইয়া আক্তার( ১৭) নামে কিশোরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৭মে) বিকাল ৪ ঘটিকার সময় সদর উপজেলার শ্যামেরকোনা বাজারে সুমাইয়া আক্তার (১৭) হত্যা কান্ডের রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্কুল শিক্ষক জুয়েল তালুকদারের সসঞ্চালনায় ও আনোয়ার আলী তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজ মিয়া, মতলিব মিয়া, তছকির আলী, আব্দুশ শহীদ, জহির মিয়া, জসিম উদ্দিন হাদী, মিহির মোহন দাশ, মুফিদুল ইসলাম মুফিদ।
বক্তব্য দেন নিহত সুমাইয়ার মামা শহিদ মিয়া, মেয়ের চাচা কামাল মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন সুহেল মিয়া, রনি, নাহিদুল ইসলাম রুমেল প্রমূখ।
বক্তারা বলেন, শান্ত সুষ্ঠু শ্যামেরকোনা গ্রামে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা মেনে নেয়া যায় না। এই হত্যা কান্ডে যে বা যারা জড়িত তাদের প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য গত (২৪ মে) সকাল সাড়ে ৯ টায় শ্যামেরকোনা তার নিজ বাড়ির পুকুর থেকে পাকা পিলারের সাথে বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। সুমাইয়া আক্তার শ্যামেরকোনা গ্রামের আব্দুল মালিক এর মেয়ে।
Leave a Reply