ডেস্ক রিপোর্টঃ
আজ ভোরে শুরু হয় আর্জেন্টিনা ও একুয়েডর,এর মধ্যেকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ।
আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে লাতিন আমেরিকার দেশ গুলোর ফুটবল শ্র্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। মহাদেশীয় এই আসর শুরুর আগে প্রীতি ম্যাচ খেলা প্রস্তুতি সাড়ছে অংশগ্রহণকারী দলগুলো। যার মধ্যে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। গত আসরের শিরোপা জয়ীরা জয় দিয়েই নিজেদের প্রস্ততি শুরু করল।
সোমবার (১০ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে একুয়েডরকে হারিয়েছে, যেখানে একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার অন্যতম অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.