কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক শেখ সাইফুল বারী সফু। সোমবার(১০ জুন) বেলা ১১ টায় পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভা উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজিমুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড় এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এসভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দিতায় শেখ সাইফুল বারী সফু বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হন। এসময়ে সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য শাকির আহমেদ, অভিভাবক সদস্য বিশ্বজিৎ দাশ, অভিভাবক সদস্য সিদ্দিকুল ইসলাম, অভিভাবক সদস্য শেখ নাজিম উদ্দীন, অভিভাবক সদস্য সুকুমার ঘোষ, সাধারণ শিক্ষক সদস্য নিত্যনন্দ সরকার ও তপন কুমার ঘোষ,সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা পারভীন ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রওশানারা খাতুন।
সভাশেষে নব নির্বাচিত বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু’র উপস্থিতিতে ফুলেল শুভেচছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, শেখ সাইফুল বারী সফু উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজ, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা ও উপজেলা ল্যারেটরী স্কুলে দীর্ঘদিন যাবত বিদ্যুৎসাহী পদে থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন।
Leave a Reply