করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে (৫ জুন বুধবার) পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৪ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই দিবসটি সারাবিশ্বের বিভিন্ন শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলো।
দিবসটি উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এরই অংশ হিসাবে বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের আয়োজনেও
ইউ এস এইড, প্রতিবেশ প্রকল্পের সহযোগিতায়
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকাল দশটায়।
বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি আব্দুল হালিমের নেতৃত্ব বুড়িগোয়ালিনী বাজারে প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষন করে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে এসে র্যালীটি শেষ হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক মোল্যা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, ফজলু ঢালী, সহ বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের সদস্যগণ।
Leave a Reply