মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভার ১২৩ সাবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়া (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) শহরের সৈয়ারপুর এলাকার থেকে সাবেক কাউন্সিলর এর নিজ বাসা থেকে গাড়িচালকের মৃতদেহ উদ্ধার করা হয়।
জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনী ইউনিয়নের বর্ষিজোড়া গ্রামের মোঃ মোছাব্বির মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম মৌলভীবাজার বিষয়টি নিশ্চিত করে জানান,সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়ির চালক জগলু সে বাসার তিন তলার জেনারেটারের পাশে রুমে থাকত। আজ ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে জগলু মিয়ার মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান এটা হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.