প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৪, ৭:২৫ পি.এম
আট দলীয় নক আউট ভিত্তিক মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত
শ্যামনগর নীলডুমুর উত্তর পাড়া যুব উন্নয়ন সংঘ এর আয়োজনে ৮ দলীয় নক আউট ভিত্তিক মিনি ফুটবল খেলার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে (৪ জুন ২৪) মঙ্গলবার বিকেল ৪ টায় নীলডুমুর মাসুদ মোড় সংলগ্ন বালুর মাঠে।
উদ্বোধনীয় খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীঃ সেচ্ছাসেবকলীগ এর উপজেলা আহবায়ক কমিটির সদস্য সাইফুদ্দীন লস্কর, ইউপি সদস্য বিকাশ মন্ডল, ফারুক হোসেন,সাংবাদিক নুর ইসলাম, এম এ হালিম,সুপদ আউলিয়া, আল মামুন, রবিউল ইসলাম, ইসরাফিল হোসেন প্রমূখ।
উদ্বোধনীয় খেলায় নীলডুমুর টাইগার্স ক্লাব টাইব্রেকারে আটুলিয়া ফুটবল একাদশ কে ২/১গোলে পরাজিত করেন।
খেলা পরিচালনা করেন মিঠুন চক্রবর্তী ও
ধারাভাষ্য ছিলেন এম এম রবিউল ইসলাম।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫