শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুই শত ত্রিশ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শ্যামনগর বাংলালিংক পরিবারের আয়োজনে রবিবার (৩ জুন) বিকাল ৪ টায় উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, তৈল,সাবান,বিস্কিট, স্যালাইন।
ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের শ্যামনগর হাউসের ডিসট্রিবিউটর আলহাজ্ব শেখ গিয়াস উদ্দিন, বাংলালিংকের জোনাল ম্যানেজার বাশারুল ইসলাম, জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান, টেরিটরি অফিসার সৈয়দ ইমন, হাউস ম্যানেজার মোশারফ হোসাইন সহ শ্যামনগর হাউসের সকল ফিল্ড ফৌর্সবৃন্দ।
এসময় বাংলালিংক পরিবার থেকে ত্রান পাওয়া হাফিজুর বলেন, এই দূর্যোগে বাংলালিংক আমাদের পাশে দাঁড়িয়েছে এবং সহযোগীতা করেছে এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলালিংক পরিবারকে।
খাদিজা আক্তার বলেন, সবার পরিচিত বাংলালিংক পরিবার এই রেমাল ঝড়ে আমাদের সাহায্যর হাত বাড়িয়েছে।
আজিজুল বলেন, আমরা সব সময় জানি এটি একটি সিম কোম্পানি, কিন্তুু এভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগীতার হাত বাড়াবে সেটি আমার জানা ছিলনা
সুফিয়া বলেন, আমাদের একটি ভ্রান্ত ধারনা ছিল যে এদেশের সিম কোম্পানিগুলো শুধু ব্যাবসায়ের উদ্দেশ্য নিয়েইথাকে নিকট কিন্তুু আজ আমার ধারনা সম্পূর্ণ ভূল কারন আজ স্বরজমিনে দেখলাম বাংলালিংক পরিবার রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.