মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজার সদর উপজেলার গীর্জাপাড়াস্থ ফাটাবিল এলাকা থেকে সুমন তালুকদার (৪০) নামে একজনে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, (১মে) শনিবার সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার পৌরশহরের ১ন ওয়ার্ডের গির্জাপারাস্থ ফাটাবিলের ভাড়াটিয়া বাসা থেকে মোঃ সুমন তালুকদাররের অর্ধগলিত লাশ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমন তালুকদারের বন্ধু শাহিন আহমদ একটি পোস্ট করেছেন যা হুবহু তুলে ধরা হলো__ " ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অতি পরিচিত বন্ধু সমতুল্য সুমন আহমেদ। দুই থেকে তিন দিন আগে সম্ভবত ঘরের ভিতরে হার্ট এটাক করে মৃত্যুবরণ করে। আজকে পুলিশ এসে ঘর থেকে লাশ বাহির করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাহার বেহেস্ত নসিব করুন আমীন।
মোঃ সুমন তালুকদার দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকায় বসবাস করতেন
এবং কলিমাবাদ এলাকায় চা পাতার ব্যবসা করতেন বলে জানা গেছে।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে বলে খবর পাওয়া গেছে।
সুমন তালুকদারের মৃত্যু কবে হয়েছে, কিভাবে হয়েছে এবং তার মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা তা এখনো জানা যায়নি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.