প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৯:২১ পি.এম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা শাখার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাতক্ষীরা শাখার পক্ষ থেকে গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গ্রামীণফোন এর অর্থায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় শনিবার (১ জুন ২০২৪) তারিখে, বুড়িগোয়ালিনী ডাকবাংলা মোড়ে এ ত্রাণ বিতরণ করা হয়।
যুব সেচ্ছাসেবকদের মাধ্যমে উপকার ভোগীদের চিহ্নিত করে কার্ড প্রদানের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান সাতক্ষীরা শাখা রেড ক্রিসেন্ট এর হাসিবুল ইসলাম। তিনি আরো বলেন ২শ পরিবারের মধ্যে ৭ দিনের খাওয়ার খরচ চালাতে পারবে সে ভাবেই তাদের কে প্রতিটি প্যাকেটে দেওয়া হয়েছে, ৭কেজি ৫শ গ্রাম চাউল, এক কেজি ডাউল, এক কেজি চিনি, তেল ১কেজি ও ৫শ গ্রাম সুজি।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সাতক্ষীরা শাখার পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক, শেখ হারুন-উর রশিদ, রাশিদুজ্জামান রাশি, জোসৎনা আরা, শেখ তৌহিদুর রহমান, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম মাছুদুল আলম, মাষ্টার খায়রুল ইসলাম মিলন সহ রেড ক্রিসেন্ট এর যুব স্বেচ্ছাসেবী সদস্যরা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫