বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা রেঞ্জ এর বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মায়ের দোয়া ড্রাগ হাউজে বাঘের নখ বিক্রি করা কালে হাতেনাতে ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকার মোকাদ্দেস মোল্লার ছেলে শরিফ উদ্দিন মোল্লা কে আটক করেছে। (৩০ মে )
বৃহস্পতিবার বেলা তিন টার সময়।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন বৃহস্পতিবার বেলা তিনটায় শরীফের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাঘের নখ বিক্রি করা অবস্থায় আটক করা হয়।
তিনি আরো বলেন বাঘের নখ সহ আটককৃত আসামি কে আগামীকাল শুক্রবার সকালে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে পিওআর মামলা দিয়ে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.