প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৯:০৭ পি.এম
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক ভারতীয় গরু আটক
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ উত্তর কৈখালী বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ কবির হোসেন এর নেতৃত্বে (২৯ মে ২০২৪) তারিখ বুধবার রাত ১.৫০ ঘটিকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কৈখালী এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু এবং ০১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করা হয়।
যার আনুমানিক মূল্য-৯,৯৫,০০০/-টাকা। উল্লেখ্য, আটককৃত গরু এবং নৌকা বসন্তপুর শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার, সিগন্যালস্।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫