প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ৮:০৯ পি.এম
শ্যামনগর উপজেলা ধারাভাষ্যকার ফোরামের আহবায়ক কমিটি গঠন
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলা ধারাভাষ্যকার ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামানের বাসভবনে, উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের সুপরামর্শে ও উপজেলা ধারাভাষ্যকারদের ঐক্যমতের ভিত্তিতে এটিএম আশরাফুল হুদা মনিরকে আহবায়ক,মোঃশাহজাহান সিরাজকে সিনিঃ যুগ্ন আহবায়ক,মোঃআব্দুল্লাহ সিদ্দিককে যুগ্ন আহবায়ক, মোঃআঃআলিমকে সদস্য সচিব,মোঃসাইফুল আলমকে (সদস্য-কোষাধক্ষ্য), মোঃমঈনুল ইসলাম, মোঃ আদম আলী,মিসেস সাবিহা খাতুন,তাপস কুমার তপোদুতি ও জি,এম নূরমোহাম্মদ, মোঃ হাবিবুর রহমাসকে সদস্য করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫