লিখেছেন :দীপজ্যোতি
পল্লী অপরূপ সৌন্দর্যে ভরপুর
আরো সুন্দর পল্লীর অপরূপ সুর।
সারা দিন শোনা যায় শত পাখির গান,
তা শুনে মুগ্ধ হয় বসার প্রাণ।
পল্লীর সুরে মুগ্ধ হয়ে
লিখেছেন কত কবি,
প্রভাতে কুসুম ফোটে
পুব দিকে ওঠে রবি।
পল্লীর মাঠে রাখাল চরায় গরু
পল্লীর চারপাশে ঘিরে আছে তরু।
মাঠ ভরা ঘাস আর গাছ ভরা ফল
নিশিতে দিঘির জল করে ঝলমল।
পল্লীতে ঘুম ভাঙে মোরগের ডাকে
সেথা তটিনী বয়ে চলে এঁকেবেঁকে।
ছেলে মেয়ে খেলা করে মাঠে প্রান্তরে
শহর যতই উন্নত হোক
পল্লীর সুর কেউ ভুলিতে পারে?
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.