শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষায় শ্যামনগর উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন মহুয়া রানি গায়েন সৃষ্টি। সৃষ্টি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ - ৫ সহ সর্বমোট ১০৯২ নম্বর পেয়ে পেয়েছেন। তার পিতা দীপক চন্দ্র গায়েন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গনিত এর শিক্ষক ও মাতা ভক্তি রানী গায়েন পেশায় গৃহিণী। সৃষ্টি শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের বাসিন্দা। সৃষ্টি বলেন, আমার স্বপ্ন নাসার প্রকৌশলী হওয়ার। সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। সৃষ্টির সাফল্যে তার বাবা মা খুবই খুশি।
নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, সৃষ্টি খুব মেধাবী ছাত্রী। সৃষ্টি নম্র ভদ্র একটি মেয়ে। সেই স্কুলে পড়াশোনা কালিন শিক্ষকদের কথা সব সময় মেনে চলতো। সে বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রিয় ছাত্রী ছিলো। তার এই সাফল্য আমাদের স্কুলের সুনাম আরও বৃদ্ধি করলো। আমি তার দীর্ঘায়ু কামনা করি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.