জি এম রিয়াজুল আকবার কয়রা খুলনাঃ
আমাদী জায়গীর মহল তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম ইকবাল আহমেদ ও নাজমুন নাহার ইরানি দম্পতির একমাত্র কন্যা ইসরাত তাসনিম চলতি এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড হতে জিপিএ ৫ পেয়েছে । সে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয় এর মেধাবী শিক্ষার্থী।
তার পিতা পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক বরেণ্য প্রধান শিক্ষক মোঃ আমজাদ আলী।
ইসরাত তাসনিম বলেন, আমি বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই। ইসরাত ও তার পরিবার সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.