সাতক্ষীরা প্রতিনিধি ::"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ " এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর খাদ্য গুদাম চত্বরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা - ০২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন । আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, সদর খাদ্য গুদাম ইনচার্জ এস এমন আমিনুর রহমান বুলবুল, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার প্রমূখ।
সাতক্ষীরা সদর উপজেলার সিদ্ধ চাউল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭. ৩১১ মেট্রিক টন আতপ চাল ১ শ ৫৬. ৯শ ৯০ মেট্রিক টন, গম ৪৩ মেট্রিক টন এবং ধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১৮২ মেট্রিক টন। এসময় সদর খাদ্য গুদাম চত্বরে সাতক্ষীরা - ০২ আসনের সংসদ সদস্য সহ অতিথি বৃন্দ দুটি ফলজ বৃক্ষরোপণ করেন। এসময় বিভিন্ন কর্মকর্তা, মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.