সাতক্ষীরা তালা প্রতিনিধি: সাতক্ষীরায় তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন।মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে ২৪ জন উপকারভোগি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ২০টি করে বাড়ন্ত হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। এ সময় তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সন্জয় বিশ্বাস, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মহুয়া মেহেনাজ মুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.