সাতক্ষীরা ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৪ পিচ স্বর্ণের বারসহ ১ যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার দুপুর ১ টার দিকে ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ভোমরা এলাকার লহ্মীদাড়ী গ্রামের আবুল হোসেনের পুত্র আবু রায়হান(২৩)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওয়াতাধীন ভোমরা বিজিবি কোম্পানি সদরের সুবেদার মিজানুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে ভোমরা সীমান্তের ফলমোড় এলাকায় মোটর সাইকেল চালক যুবককে গতিরোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা৪ পিচ স্বর্ণেরবার জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত দুটি মোবাইল এবং স্প্যালেন্ডার মোটর সাইকেল জব্দ করা হয়। স্বর্ণের আনুমানিক মুল্য ৪৫ লক্ষ ১৬ হাজার ৬৫৩ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক স্বর্ণসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply