প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ১১:২০ এ.এম
বুড়িগোয়ালিনী তে সিসিডিবি “র উদ্যোগে গ্রামীন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
গ্রামীন জনগণের জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহয়তার জন্য গ্রামীণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেছে (২৪ এপ্রিল )সকাল ৮ টায়।
উপজেলার বুডিগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জমাদ্দার বাড়ির ৫০ পরিবারের দুইশ মানুষের চলাচলের জন্য এ রাস্তা সংস্কার করা হচ্ছে, গ্রামীণ মাটির রাস্তার টি দুর্যোগ প্রবণ এলাকায় গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশায় দুর্যোগ কালীন সময়ে অসুস্থ ও বৃদ্ধ মানুষের চলাচলের বিঘ্ন ঘটায়। সেকারণে বেসরকারি সংস্থা সিসিডিবির সহযোগিতায় ব্রেড ফর দ্যা ওয়াল্ডের অর্থায়নে ও বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ ও ভামিয়া সিসিআরসির বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন প্রকল্পের গ্রামীণ মাটির রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত থেকে উদ্বোধন করেন বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবিউল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, মাওলানা আবু হাসান,ইসমাইল হোসেন, সিসিডিবি এর পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, জগদীশ সরদার ও কংকন বৈরাগী সহ ভামিয়া সিসিআরসির ওয়াজেদ আলী মোল্লা ও অন্যান্য সদস্য ও উপকারভোগী বৃন্দ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫