সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে কৃষি প্রনোদনা বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, যুবলীগ নেতা মো. হাসিব খান, মো. রাসেল হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্হানীয় সাংবাদিকবৃন্দ ও সুবিধাভোগী কৃষকেরা।
এ সময়ে উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভার ১৩'শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি উফসী আউশ ধানের বীজ, এম.ও.পি ১০ কেজি ও ডি.ও.পি ১০ কেজি সার বিতরন করা হয়।
অপরদিকে, উপজেলা সমাজ সেবা অধিদপ্তর উদ্যোগে " ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান" কর্মসুচির আওতায় সহায়ক উপকরণ হিসেবে ৯ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ করা হয়ছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.