মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলার প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান,বিপিএম পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। সমাপণী বক্তব্য দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসা: শাহিনা আক্তার।
কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকবৃন্দের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালার শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.