নিজস্ব প্রতিবেদকঃ
গত পহেলা এপ্রিল শুরু হয় সুন্দরবনে মধু আহরণ।
ছয় জনের একটা দল নিয়ে সুন্দরবনে জান মধু আহরণ করতে দুই এপ্রিল সকালে সাইফুলের দল।
১৯ এপ্রিল বিকাল ৩ টার সময় একসাথে দলের সদস্যরা মধুর চাক ভাঙতে কাড়ু ভাঙে এমন সময় হটাৎ বাঘের গর্জন শুনতে পায় পাশে থাকা মৌয়াল সাইফুল, পিছনে ছিল বাচ্ছু।
সাইফুল ঘাড় ফিরাতে দেখ বাঘ বাচ্ছুর ঘাড় মটকায়ে ধরে নিয়ে যাচ্ছে। সবাই এক সাথে হাকার দিলে বাঘ বাচ্ছু কে ছেড়ে দিয়ে লাফ মেরে ছটকে পড়েই চলেযায়। তথোখনে বাচ্ছু মারা যায়।
সাইফোল আরো বলেন সাথে সাথে আমারা বাচ্ছুর লাশ নিয়ে চলে আশি।
সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা দার গাঙ এলাকায়।
নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়। শুক্রবার বিকালে বাঘের আক্রমণে তার মৃত্যু হয়।
শনিবার সকালে খবর পাই পরিবার।
বাঘের আক্রমণে মৃত ব্যক্তির মরাদেহ শনিবার দূপুরে নিজ এলাকায় নিয়ে এসেছে সাথে থাকা মৌয়াল গণ।
বনবিভাগ মনিরুজ্জামান বাচ্চু বাঘের আক্রমণে মৃতর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরাদেহটি পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে শনিবার বিকালে।
Leave a Reply