প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৪, ৭:৩৮ এ.এম
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সাইদুজ্জামান সাঈদ
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে ২০২৪ অনুষ্ঠিত হবে।
প্রতিটি পার্থী ইতিমধ্যে জনগণের পাশে যেয়ে দোয়া ও ভোট চাইতে শুরু করেছে।
কোন কোন পার্থী রাতের আধারে ভোটারদের বাড়ী যেয়ে নিজের গুনের কথা শুনাচ্ছেন।
১৫ এপ্রিল সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮ জন পার্থী। তবে উপজেলার ১২টা ইউনিয়ন ঘুরে দেখাযায় জনপ্রিয়তায় শীর্ষে সাইদুজ্জামান সাঈদ, সকল বয়সী ভোটারদের সাথে সুসম্পর্ক রয়েছে বলে জানান ভোটারেরা।
পদ্নাপুকুর ইউনিয়নের ৭০ বছর বয়সী এক বৃদ্ধা বলেন ভোট কেন্দ্রে পযর্ন্ত যেতে পারলে ভোট দেবো সাঈদ রে, কি জন্য সাঈদ কে ভোট দেবেন জানতে চাইলে, তিনি বলেন সাঈদ একটা ভালো মানুষ সে সবাই কে সম্মান ও শ্রদ্ধা করেন,
গাবুরা ইউনিয়নের ৬০ বছর বয়সী এক নারীর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার এক পর্যায়ে প্রশ্ন করা হলো শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে আপনি কোন প্রার্থীকে ভোট দিতে চান,তিনি এক কথায় বলেন আমি সাঈদকে ভোট দেবো,কেন সাঈদকে ভোট দিবেন জানতে চাইলে তিনি বলেন,আমরা নোনা এলাকার মানুষ আমাদের খাবার পানির খুবই সমস্যা সাঈদের কাছে একটি পানির ড্রাম চেয়েছিলাম তিনি আমাকে পানি রাখার সেই ড্রাম টা দিয়েছে তাই আমি বেঁচে থাকলে ভোট দেবো সাঈদ কে।
এমন ভাবে হাজার ও মানুষ একই ভাবে কথা বলেন সাঈদ কে নিয়ে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫