নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে নিজস্ব হলরুমে সাফ জয়ী অনুর্ধ্ব-১৬ সাথী মুন্ডা ও তার কোচ মাসুম বিল্যাকে সম্মাননা প্রদান করা হয়।
সাফ জয়ী সাথী মুন্ডার বাড়ী উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দাতিনাখালী গ্রামে। তার পিতার কোন নিজস্ব জমি নাই। ভূমিহীন পিতা-মাতা ক্রীড়ার প্রতি আগ্রহ থাকায় মেয়ে সাথী মুন্ডাকে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার কোচ মাসুম বিল্যার বাড়ী উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দুর্গাবাটি গ্রামে।
সামসের সভাপতি মিঃ গোপাল মুন্ডার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরীপুর মিশন প্রধান ফাদার লুইজি পাজ্জী, সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামি, বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান এস এম আব্দুর রউফ, শিক্ষক রনজিৎ বর্মন, প্রভাষক দিপংকর বিশ্বাস, শ্যামনগর রিপোর্টাস ক্লাব সভাপতি গাজী আল ইমরান, বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্যা, সাফজয়ী সাথী মুন্ডা, সুন্দরবন প্রেসকাব সভাপতি বিল্লাল হোসেন, ইউপি সদস্য দেবাশিষ গায়েন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সাথী মুন্ডা ও তার কোচ বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্যাকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট ও চেক প্রদান করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.