শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলায় সোমবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আবাদচন্ডিপুর পুকুরে মাছ চাষি সিবিও সমিতির দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা হয়।
মৎস্য অধিদপ্তর বাংলাদেশের কমিউনিটি বেইজড কাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড অ্যাকুয়াকালচার ডেভলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প ও জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে জেলার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের পানিয়া কার্প -গলদা চিংড়ী মিশ্র চাষি কাস্টার সদস্য ও নরোহরকাটি কার্প -গলদা মিশ্র চাষি সমিতির সদস্যদের সাথে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞতাবিনিময়কালে আবাদচন্ডিপুর পুকুরে মাছ চাষি সিবিও সমিতির সদস্যবৃন্দ কালিগঞ্জের দুটি সমিতির সকল কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন এবং একই সাথে তাদের মিশ্র মাছ চাষের মাছ ও অন্যান্য কার্যাবলী সম্পর্কে অবহিত হন।
মতবিনিময়কালে তথা অভিজ্ঞতাবিনিময় সফরে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কালিগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কালিগঞ্জ উপজেলার নরোহরকাটি কার্প -গলদা মিশ্র চাষি সমিতির সভাপতি মোঃ রায়হান ইসলাম, পানিয়া কার্প -গলদা চিংড়ী মিশ্র চাষি সমিতির সভাপতি নাঈম মেহেদী, শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলেটেটর মেহেদী হাসান প্রমুখ।
Leave a Reply