নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান কে সরকারি দায়িত্ব পালনকালে পাহাড়খেকোদের ব্যবহৃত ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।রবিবার গত (৩১ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগ’ভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন, তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের পুত্র।
বিট কর্মকর্তা সাজ্জাদুজামানের হত্যার ঘটনায় সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের সামনে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের বিভিন্ন স্টেশন, বনটহলফাড়ীর বন কর্মকর্তা ও কর্মীরা।
মানববন্ধন বক্তরা বলেন, সরকারি দায়িত্ব পালনে বন বিভাগের কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান কে সরকারি দায়িত্ব পালনকালে ডাম্পার পিষ্ট করে হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
যারা এই নির্মম হত্যার জন্য দায়ি তাদেরকে দ্রুত আইনের আওয়ায় এনে শাস্তির দাবী জানান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.