শ্যামনগর প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা ও ফ্রেন্ডস কল্যাণ সমিতির বাস্তবায়নে উপজেলা সদরের চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
বারসিকের সহায়তায় অনুষ্ঠিত অটিজম সচেতনতা দিবসে আলোচনাসভায় বক্তারা বলেন অটিজম একটি অত্যন্ত পরিবর্তনশীল। অটিজম শিশুরা সামাজিক আচরণে দুর্বল হয়। পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম সক্ষম হয়। মানসিক সীমাবদ্ধতা ও একই কাজ বারবার করার প্রবণতা থেকে এদের সনাক্ত করা যায়। বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের বিচার বুদ্ধির কোন উন্নতি হয়না।
দিবসটির আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রতিবন্ধী অষ্টমী রানী মালো, বারসিকের প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদ্দার, ফিল্ড ফ্যাসিলিটেটর দিল রুবা পারভীন, ফ্রেন্ডস কল্যাণ সমিতির দিতি রানী মন্ডল, মরিয়ম খাতুন প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.