মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
প্রাচীর এবং বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তা সহ পরিবারের সদস্যের এক ঘরে হাত বেঁধে জিম্মি করে নগদ ১ লক্ষ ৭২ হাজার টাকা ৩ ভরি স্বর্ণ সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের দস্যু দলের সদস্যরা।
দস্যুতা শেষে গৃহকর্তা শাহিনের ডাক-চিৎকারে গ্রামবাসী ধাওয়া করলে দস্যুরা পালিয়ে যায়।
এদের মধ্যে কাজল এবং সাইদুল্লাহকে রক্তাক্ত গুরুতর আহত আশঙ্কজনক অবস্থায় উদ্ধার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মার্চ) রাত আড়াইটা থেকে সাড়ে ৩ টা দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর গ্রামের গৃহকর্তা শাহিনুর গাজীর বাড়িতে।
দস্যুদের আঘাতে গুরুতর আহাতরা হলো, উপজেলার ইউসুফপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে কাজল (৪৪), মাজেদ সরদারের ছেলে সাইদুল্লাহ (২২)।
খবর পেয়ে ভোরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে উপপরিদর্শক শফিকুল ইসলাম, খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে বেলা ১ টার দিকে পুনারায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত কাজে ব্যস্ত থাকায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দস্যুদের গ্রেপ্তার করার চেষ্টাও অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.