রমজাননগর প্রতিনিধিঃ
শ্যামনগর ভেটখালী বাজারে রায়হান এন্টারপ্রাইজের মালিক মোঃ রহমত আলী বিরুদ্ধে সরকারের নির্ধারিত দাম ছাড়ার দ্বিগুণ দামে সার বিক্রয়ের অভিযোগ উঠেছে।সরজমিনে যেয়ে দোকানদার রহমত আলীর কাছে সাদা সার কিনতে চাইলে দোকানদার রহমত আলী বলেন আমার কাছে সাদা সার নেই কিন্তু দোকানে ভিতরে কয়েকটা সদা সারের বস্তা দেখা যাচ্ছে তখন দোকানদার রহমত আলীর কাছে জিজ্ঞেস করলে রহমত আলী বলেন এই সার সাংবাদিকদের কাছে বিক্রয় করা যাইবে না কারণ বেশি দাম দিয়ে কিনেছি যার কারণে বেশি দাম দিয়ে বিক্রয় করতে হচ্ছে। স্থানীয় কয়েকজন বলেন আপনি সাংবাদিক এটা জেনে বুঝে আপনার কাছে সার নেই বলেছেন কিন্তু পরবর্তীতে একজন কৃষককে ক্রেতা হিসেবে রহমত আলীর দোকানে পাঠালে রহমত আলী তার কাছে সাদা সার ৩০ টাকা কেজিতে বিক্রয় করে। দফায় দফায় সংবাদ প্রকাশের পরও নিশ্চুপ কৃষি অফিস ৷ এর মধ্যে চরম প্রতারনার শিকার হচ্ছে কৃষকরা ৷ বিষের লাইসেন্সে সাদা সার চড়া দামে বিক্রি করলেও মাথা ব্যাথা নেই প্রশাসনের ৷সরকারের দেওয়া দাম ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে ইউরিয়া সার ২৭ টাকা, ডিএপি ২২ টাকা, টিএসপি ২০ টাকা, এমওপি ২২টাকা
কেজি দরে বিক্রি হওয়ার কথা থাকলেও কৃষক পর্যায়ে দোকানীরা প্রতি কেজি ইউরিয়ার দাম পড়ছে ৩০ টাকা, ডিএপি ২৭ টাকা, টিএসপি ৩৬ টাকা ও এমওপি প্রতি কেজি ২৮ টাকা নিচ্ছেন দোকানদার রহমত আলী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.