প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ৩:১০ পি.এম
আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরিক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদকঃ
আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরিক্ষা স্থগিত করেছে কৃতপক্ষ।
উপ-পরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দূর্নীতির প্রতিকার চেয়ে আবেদন করেছে শ্যামনগর উপজেলার বাদুড়িয়া গ্রামের মুনছুর আলী গাজীর ছেলে
রুহল আমিন (পরীক্ষার্থী)।
রুহুল আমিন নিয়োগ বন্ধের জন্য আবেদনে উল্লেখ করেছেন, আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা, হাওয়ালভাংগী, শ্যামনগর, সাতক্ষীরা এর নিরাপত্তা কর্মী নিয়োগের কথা জানতে পেরে উক্ত পদে আবেদন করি। কিন্তু উক্ত নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (পরীক্ষার ২৪ ঘন্টার ও কম সময়ের মধ্যে) ১৫ মার্চ, ২০২৪ ইং তারিখে দুপুর ১টা ১৫ মিনিটে হাতে পাই। প্রবেশপত্র থেকে জানতে পারি পরীক্ষার তারিখ ১৬ই মার্চ, ২০২৪ ইং, স্থান-শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা। উল্লেখ্য নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সময় ও পরীক্ষার কেন্দ্র সরকারী বিধি মোতাবেক হয়নী। নিয়োগবিধি মোতাবেক পরীক্ষার স্থান নিজ প্রতিষ্ঠানে হওয়ার কথা থাকলেও সেটা করা হয়নি।
তাছাড়া অত্র মাদ্রাসার সুপার ও এসএমসির সভাপতি পছন্দের প্রার্থীকে নিয়োগ করানোর জন্য গোপনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্ঠা চলছে। এমতবস্থায় উক্ত নিয়োগ প্রক্রিয়া যথাযথ বিধি মোতাবেক হওয়া প্রয়োজন।
অতএব ১৬ই মার্চ, ২০ ২৪ ইং তারিখে আয়োজিত আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার "নিরাপত্তা কর্মী" নিয়োগ পরীক্ষা স্থগিত করে সরকারী বিধি মোতাবেক তদন্ত সাপেক্ষে পরীক্ষার পবেশপত্র বিতরণ সময় ও পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করার প্রয়োজনীয় বলে মনে করেন তিনি।
তবে স্থানীয় ভাবে জানাযায় শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলে ও সে পরীক্ষা বাতিল করেছে কৃতপক্ষ।
এবিষয়ে মাদ্রাসার সুপার আশরাফ হোসাইন এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। মোবাইল নং 01309118971
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫