মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ
বাংলাদেশ অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৯ জাতীয় ফুটবল টিমের সাবেক ফুটবলার রাজিয়া সুলতানা সকলকে কাদেয় নাফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রাজিয়া সুলতানা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্ণীনাথপুর গ্রামের মৃত নূরআলী সরদারের মেয়ে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাত ১০ টার দিকে সে পুত্র সন্তান প্রসব করেন। রাত সাড়ে ৩ টার দিকে হঠাৎ রাজিয়ার ডেলিভারির পর রক্তক্ষরণ হতে থাকলে হসপিটালে নেয়ার পথে ভোর ৪ টায় তার মৃত্যু হয়।
কৃতি এ ফুটবলারের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.