উপকূলীয় অঞ্চল( শ্যামনগর) প্রতিনিধিঃ
১৪ পারা পবিত্র কুরআন শরীফ মুখস্ত ছাত্র মোঃ সায়েদ হোসেন সড়ক দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় সম্পূর্ণ ভেঙে গেছে। তার পিতা দৃষ্টি প্রতিবন্ধী,তার মাতা মজুরি দিয়ে ঝিয়ের কাজ করে অতি কষ্টে খেয়ে না খেয়ে জীবনযাপন করছে।
তারা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের্ টুংগীপাড়া গ্রামের বাসিন্দা। (নীলডুমুর বিজিবি ক্যাম্পের প্রথম গেট সংলগ্ন স্থানে তাদের বাড়ি) বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে। খুলনা ইসলামিক হাসপাতাল থেকে তার পায়ে প্লেট বসানো হয়েছে। কয়েকদিন পূর্বে সায়েদ এর মা শাহানূর খাতুন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এসে তার দুঃখের কথা জানালে সাংবাদিক এসকে সিরাজ ইতালী প্রবাসী মোস্তফা আবু বকর সিদ্দিক মহোদয় কে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ছেলেটির চিকিৎসার জন্য ৫ হাজার নগত টাকা ও ১ হাজার টাকার বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠান। যাহা গত ১০ মার্চ তাকে প্রদান করা হয়। তবে তার চিকিৎসার জন্য এখনো দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হতে পারে। সমাজে অনেক ধনী ব্যক্তিরা আছেন তাদের সামান্য টাকা দানের অসিলায় ছেলেটি সুস্থ হয়ে পবিত্র কোরআন শরীফের হাফেজ হতে পারে।
আপনাদের দানের ১টি টাকায় ছেলেটি সুস্থ করে তুলতে পারে। ছেলেটির মায়ের ০১৯০৫-০১৪১০৫ নম্বার (বিকাশ) যোগাযোগের জন্য অনুরোধ রইল।
Leave a Reply