শ্যমানগর মুন্সীগঞ্জ বেসরকারী সংস্থা সি এনআর এস কর্যালয়ে (১২ মার্চ ২০২৪ ) তারিখ মঙ্গলবার সকাল দশটায় ইউএসএআইডি ইকোসিস্টেমস/প্রতিবেশ আ্যষ্ঠিভিটি এর উদ্যোগে সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের সদস্য ও বুড়িগোয়ালিনী ইমুখ ক্লাবের সদস্যদের মোট বিশ জনকে নিয়েএ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সোশ্যাল মিডিয়া বিষয়ক বিভিন্ন কলাকৌশল শিক্ষানো হয়েছে বলে জানান শ্যামনগর প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার শহিদুল ইসলাম।
সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালায় পরিশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবেশ প্রকল্পের
কমিউনিকেশানস এ্যান্ড এ্যাডভোকেসি ম্যানেজার ওবায়দুল ফাতাহ তানভীর,
পাবলিকেশানস স্পেশালিস্ট- অমিত মল্লিক,
ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট মহিবুর রহমান সাগর,মৌ, সুগাল, বুশরা, হুমাইতা, নাকিত প্রমূখ।
Leave a Reply