কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও অভিযোজন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
৯ই মার্চ শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন কয়রা পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড.মোঃ আলম মোস্তফা, ব্লু ইকোনমি সেল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মোঃ আশরাফ হোসেন , বিএডিসি কৃষি মন্ত্রনালয়ের প্রধান মনিটরিং মোঃ আঃ ছাত্তার গাজী, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম,
,উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, প্রভাষক শাহনেওয়াজ শিকারী,মোঃ জিয়াউর রহমান জুয়েল, মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোঃ আছের আলী মোড়ল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, উপ- সহকারি কৃষি অফিসার মোঃ আল মাহফুজ, মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, অনুতব সরকার, নাইমুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখ।
মেলায় কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি বিষয়ক ১০টি স্টল রয়েছে । প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্তু স্টল খেলা থাকবে। আগামী ১১ মার্চ মেলা শেষ হবে। এসময় স্থানীয় কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.