শ্যামনগর প্রতিনিধিঃ
ফেইম ইন এ্যাকশন সংস্থার উদ্যোগে গঠিত ছায়া সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৭ই মার্চ দুপুর ২ টার দিকে উপজেলার ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬ টি (সি.সি.সি) দ্বারা গঠিত ছায়া সংগঠনের ৩৬ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুষমা রানী মন্ডল, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সম্পাদক শরিফা খাতুন, সহ সম্পাদক অমল মাঝি, কোষাধাক্ষ মৌমিত্ত মল্লিক, কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার, গুরুদাস মন্ডল নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নিরঞ্জন সরদার , সহকারী নির্বাচন কমিশনার তাসলিমা পারভীন, ওমর ফারুক, অরুণ মন্ডল, শিবানী জোয়ারদার প্রমুখ।
Leave a Reply