অঞ্জলী রানী দেবী
একটি তর্জনী স্বপ্ন, সাহস মুক্তির চেতনা
একটি তর্জনী স্বাধীনতার প্রেরণা…
সাতই মার্চ ঊনিশে একাত্তর গণসমুদ্রের মঞ্চে দাঁড়িয়ে
সিংহের মতো বজ্রকণ্ঠে তর্জনী উঁচিয়ে
তেজস্বিনী স্রোতের মতো বলেছিলেন,
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম.”
সেদিনের সেই বজ্রকণ্ঠ একটি তর্জনী একটি পতাকা
একটি মানচিত্র আমাদের স্বাধীনতা।
মুক্তির জয়ধ্বনি প্রাণে – প্রাণে
তেরোশত নদীর স্রোতের মতো স্বাধীনতার গানে- গানে
রক্ত দিয়ে বাঙালি করেছে যুদ্ধ জয়
আমার বাংলাদেশ আমার আত্মপরিচয়।
Leave a Reply