সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ব্রিজে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে একজন।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)। এছাড়া আহত হয়েছে তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ(১৭)।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী বলেন, মটরসাইকেল যোগে তারা তিনজন তালা উপজেলার একটি যোগ্য অনুষ্টানে যাচ্ছিলো। প্রতিমধ্য আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাঁকার একটি নির্মাণাধীন সেতুর সঙ্গে ধাক্কা লেগে মটরসাইকেলটি নিচে পড়ে যায়। ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় কর্নেলকে হাসপাতালে নিয়েছে স্থানীয়রা।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবাররের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.