শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের মোঃ রফিকুল গাজীর দীর্ঘ ২৫/৩০ বছরের পৈত্রিক সম্পত্তি একই এলাকার মৃত আফসার গাজীর ছেলে আফজাল গংরা গত ২৭ ফেব্রুয়ারি বিকালে
জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এতে রফিকুল ইসলাম গাজী বাদী হয়ে শ্যামনগর থানায় অভিযোগ করলেও অভিযোগটি অজ্ঞাত কারণে নেওয়া হয়নি।
এঘটনায় রফিকুল ও তার স্ত্রী মায়া বিবি বাধা দিলে সন্ত্রাসী আফজাল দিং দের হাতে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর হাসপাতালে নিয়ে ভর্তি করে।এদিকে শ্যামনগর থানা পুলিশ উল্টো আফজাল এর মাতা মাছুরা খাতুনের বাদী হয়ে মামলা রেকর্ড করেছে, যার মামলা নং ৪৩,উক্ত মামলায় আসামি করা হয়েছে রফিকুল ও তার স্ত্রী এবং প্রতিবেশী ইসরাফিল গাজীকে। ১ মার্চ সরজমিনে দেখাতে গেলে রফিকুল এর ভাইপো ও কন্যা জানান,তাদের দক্ষিণ পাশের সীমানার ঘেরা স্থানীয় মেম্বার ও রবিউল গাইন সহ গণ্যমান্য ব্যক্তি মাপ জরিপ করে দিয়েছিল। আফজাল ও তার ভাইরা প্রথমে মেনে নিলেও পরে তারা না মেনে জোরপূর্বক দখল করার চেষ্টা করে।তার আরো বলেন,আফজাল গাজীর ভাই ইয়াছিন পুলিশের চাকুরি করে,বর্তমানে খুলনাতে পোস্টিং আছে। তার হস্তক্ষেপের কারণে তারা শ্যামনগর থানায় মামলা করতে পারিনি।
এবিষয়ে রফিকুলের ভাইপো সামাদ্দাম বলেন, ইয়াছিন পুলিশের চাকুরি করে সেই ভয় দেখিয়ে তার ভাই আফজাল ও আজিজুল এলাকার মানুষকে ক্ষয়ক্ষতি ও হয়রানি করে আসছে। বর্তমানে ওই পরিবারের কাছে এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছে। আমার চাচা রফিকুল ও তার স্ত্রী মায়া বিবি এবং ইসরাফিল ও এলাকাবাসী নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন রফিকুলের মামলাটি তদন্তধীন আছে।
Leave a Reply