শ্যামনগর উপজেলার চিংড়িখালি মাধ্যমিক বিদ্যা নিকেতন এর সামনে মায়ের দোয়া স্টোরে রুবেল ও পরিতোষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে উভয়পক্ষ দোকানের শোকেসের গ্লাস ভেঙ্গে রক্তাক্ত জকম হয়। অথচ বিষয়টি একটি পক্ষ ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে।
স্বরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীদের মতে এমন তথ্য বেরিয়ে এসেছে। দোকানদার শেখ ফজর আলী জানান, মঙ্গলবার দিবাগত রাতে যাদবপুর গ্রামের পরিতোষ আমার দোকানে বসাছিল হঠাৎ একই গ্রামের রুবেল এসে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে।
রুবেল পরিতোষকে ধাক্কা দিলে সে দোকানের শোকেস এর গায়ে ধাক্কা লাগলে সে শোকেস সহ পড়ে যায়।এ সময় শোকেসের গ্লাস ভেঙে পরিতোষের মাথায় লাগলে তার মাথা কেটে যায়।অপার দিকে পরিতোষ ভাঙ্গা গ্লাস দিয়ে রুবেলের গায়ে আঘাত করে।
এতে সেও রক্তাক্ত জকম হয়।তাদের মারামারি ঠেকাতে গিয়ে খরিদ্দার আইয়ুব আলী মারাত্মক রক্তাক্ত জমা হয়। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সাথে জড়িত নয় আজিবার,গৌর পদ,ও সাহেব আলীকে জড়িয়ে পরিতোষ ও তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদ শ্যামনগর এক অনলাইনে সাক্ষাৎকার দিয়েছে।
বিষয়টি নিয়ে ঘটনাটা ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে পরিতোষ গং।এলাকাবাসী প্রকৃত ঘটনাসাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply