প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৪, ৩:৫০ পি.এম
আজ পবিত্র শবে বরাত, সৌভাগ্যের রাত
এম এ হালিম ঃ
হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগাত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।
মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহ্ অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
পবিত্র শবেবরাতকে কেন্দ্র করে অনেকের বাড়িতে হালুয়া-রুটিসহ বহুপাদিয় খাবার তৈরি করা হয়। এবং তা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব- দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে স্থানীয় মসজিদে আজ রোববা র সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন
তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র একটি দিন।
রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে এই দিন টি। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবেবরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫