সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত দুই সদস্যের স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত ইকরা একাডেমীর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন ও ২য় টাকি অনুষ্ঠানের উদ্দেশ্যে মতবিনিময় সভা  সাতক্ষীরা জেলা তরুন দলের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন  আটুলিয়া ইউনিয়নে ১৫ টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৩,০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি বিতরণ  কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি”র অফিস উদ্বোধন রমজাননগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সিসিডিবির জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে এনজিও গনমাধ্যমকর্মী ও ইউ পি সদস্যদের সাথে মতবিনিময় সভা ভূমিদস্যুদের হাত থেকে ভূমিহীনদের জায়গায় ফেরত ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে মানববন্ধন 
পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের কবর জিয়ারত করলেন কলকাতার কবি আব্দুল করিম খান

পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের কবর জিয়ারত করলেন কলকাতার কবি আব্দুল করিম খান

পাবনা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয় পাবনার জীবন সদস্য ও পাবনা জেলার বিশিষ্ট কবি ও গীতিকার ডাঃ আব্দুল হালিম মাস্টারের কবর জিয়ারত করলেন বুধবার ২১শে ফেব্রুয়ারী ২০২৪) দুপরে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আগত কবি আব্দুল করিম খান।

কবি আব্দুল করিম খান পশ্চিম বঙ্গ(কলকাতা) থেকে বাংলাদেশ কবিতা সংসদের আয়োজনে ও আমন্ত্রনে চার দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও পদক প্রদান অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে স্বস্ত্রীক বাংলাদেশে আগমন করেন।

কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের সাথে ২০২২ সালের ৩১শে ডিসেম্বর পাবনাস্থ কবি আজিজুল হক সাহিত্য পরিষদের উদ্যোগে পাবনা জেলার বিশিষ্ট কবি ও গীতিকার, আমিন উদ্দিন আইন কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও পাবনা বারের সাবেক সভাপতি বর্ষীয়ান আইনজীবী কবি অ্যাডভোকেট আজিজুল হকের জন্মদিবস উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে পরিচয় ঘটে।
পরিচয়ের সুত্রে ধরে তিন-সাড়ে তিন ঘন্টার পরিচয়ে কবি আব্দুল করিম খানের হৃদয়ের গহীনে জায়গা করে নেয় কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার।
সাহিত্য সম্মেলনের প্রথম পর্বের কার্যক্রম শেষে জোহর নামাজ ও মধ্যহ্ন ভোজের বিরতি শেষে দ্বিতীয় অধিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনের পূর্ব মুহূর্তে কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃর্ত্যু বরন করেন।

অনুষ্ঠান বন্ধ হয়ে যায়! কবি আব্দুল করিম খান শত ইচ্ছা ভালোবাসা থাকার পরেও পহেলা জানুয়ারী ২০২৩ ইং শীতের সকালে কুয়াশা ভেদ করে (সকালঃ ১০:০০) জানাযা নামাজে উপস্থিত হতে পারেননি।

চলতি বছর বাংলাদেশ কবিতা সংসদের আয়োজনে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য স্বস্ত্রীক পাবনায় আগমন করেন।

চার দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শেষ করে বুধবার দুপরে চলে আসেন পাবনা জেলার চাটমোহর উপজেলাধীন ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থানে কবর জিয়ারত করতে।
আবেগ তাড়িত হয়ে কবি আব্দুল করিম খান কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের হৃদ্যতা ও আন্তরিকতার কথা বারংবার উচ্চারন করেন।
কবি আব্দুল করিম খান বলেন
যে, কবি হালিম আমাকে অনেক বার আন্তরিক ভাবে আমন্ত্রন জানিয়ে সেদিনই তিনি আল্লাহর ডাকে চলে গেলেন, আমারও আর তার সাথে সময় কাটানো হলো না!
আমার এখনও তার কথা গুলো কানে বাজে!

কবি আব্দুল করিম খান
প্রয়াত কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের কবরের পাশে দাড়িয়ে ফাতেহা শরিফ পাঠ করেন ও দোওয়া করেন, সে সময় মসজিদের মাইকে জোহরের আজান শুরু হয়।
স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, প্রয়াত কবির কবর জিয়ারত করতে আসা সার্থক হয়েছে।

সে সময় বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার কবি হালিমের স্মারক সম্মাননা( ৩১শে ডিসেম্বর ২০২২ প্রদানের আগ মুহূর্তে কবি ডাঃ আব্দুল হালিম মৃত বরণ করেন) কবি পুত্রের হাতে (পদক ও সম্মাননা সনদ) তুলে দেন।

কবর জিয়ারত শেষে গোরস্থান থেকে কবি পুত্র প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(কবি সাংবাদিক, গবেষক ও মানবাধিকার কর্মী)
অতিথি কবি আব্দুল করিম খানকে স্বস্ত্রীক ও বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়ের প্রতিষ্ঠাতা-সভাপতি আন্তর্জাতিক অঙ্গনে বহুল প্রিয় ও পরিচিত কবি মানিক মজুমদারকে স্বস্ত্রীক স্বাগত জানিয়ে কবি আকাশ মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে নিয়ে আসেন।

নাস্তা পানি গ্রহন শেষে জোহরের সালাত আদায় অন্তে দুপর খাবার গ্রহন করে বিশ্রাম নিয়ে বিকেলে
ডিকশি বিলের মুক্ত হাওয়া গ্রহনের জন্য ছুটে যান সোহাগবাড়ী ডিকশি বিল পাড়ে।
গোঁধুলী লগ্নে ফিরে এসে মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে মুখ মিষ্টি করে বিদায় নিয়ে পাবনা শহরে ফিরে যান।
যাবার প্রাক্কালে কবি দম্পত্তিদ্বয় বারংবার কবি ডাঃ আব্দুল হালিমের কবরের পাশে ও মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ দর্শনের আশাবাদ ব্যক্ত করেন।
কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের পরিবারের সদস্যদেরকে কলকাতা(পশ্চিমবঙ্গে) ভ্রমনের আমন্ত্রন জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড