সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত কালিগঞ্জের রতনপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংবাদ সম্মেলন সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী কালিগঞ্জে উজিরপুর বাজারে জনতা ব্যাংকটি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  জেলা প্রশাসক এর সাথে জাস্টির ফর জুলাই সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারক লিপি প্র‍দান কালিগঞ্জে রোমানিয়া প্রবাসীর অফিসে হামলা চালিয়েছে দুবৃত্তরা
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বনবিভাগ,নৌ ও ট‍্যুরিস্ট পুলিশ

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বনবিভাগ,নৌ ও ট‍্যুরিস্ট পুলিশ

উপকূলীয় অঞ্চল প্রতিনিধিঃ
২১শে ফেব্রুয়ারি২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পশ্চিম বন বিভাগের পক্ষে পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক এম, কে, এম ইকবাল হোসাইন চৌধুরী সহ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও কলাগাছিয়া টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিউল ইসলাম জামি,
বুড়িগোয়ালিনী নৌ-থানা পুলিশের ইনর্চাজ খাঁন আহসান হাবিব ও সাতক্ষীরা জোন ট‍্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নৌ ও ট‍্যুরিস্ট পুলিশের সকল সদস্য সহ বুড়ি গোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী ও সকল শিক্ষকগণ উপস্থিত থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন।

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এদিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন হিসেবে পরিচিত।

আমার ভাষা বাংলা ভাষা

১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)। পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ, `উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বলে ঘোষণা দেন। মুহাম্মদ আলী জিন্নাহ’র ঘোষণার সাথে সাথেই ময়দানে উপস্থিত জনগণ সমবেতভাবে এ ঘোষণার প্রতিবাদ করেন। জিন্নাহ পুনরায় ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গিয়ে একই রকম ভাষণ দেন। সাথে সাথেই সমবেত ছাত্ররা `না না’ বলে চিৎকার করে উঠেন। মূলত তারপর থেকেই সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের। তবে ভাষা আন্দোলনের চরম বহিঃপ্রকাশ ঘটে ২১ ফেব্র”য়ারি ১৯৫২ সালে। এদিনে ঢাকা মেডিকেল কলেজের আমতলায় দলে দলে ছাত্রজনতা জড়ো হয়েছিলেন। মুখে স্লোগান, বুকে সাহস। মিছিলে প্রকম্পিত হলো রাজপথ- `রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই।’ সে দিন ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। ছাত্রদের আন্দোলন হয়ে ওঠে সবার। ওই মাহেন্দ্রণে বাংলাদেশের ইতিহাস প্রবেশ করে এক নতুন যুগে। সেদিন বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করতে ২১ ফেব্রুয়ারির মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন সালাম, রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে। তাদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরার বিভিন্ন সংগঠন ও সরকারি, ব-সরকারি প্রতিষ্ঠান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড