কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভূমি অফিসের মাঠ থেকে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২০ শে ফেব্রুয়ারী) বিকাল সারে ৪ টায় কলারোয়া উপজেলার সরকারি কমিশনার (ভূমি) অফিসের মাঠ থেকে সুমন (৩৩) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে।
কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের বদ্দীপুর গ্রামে নানির কাছে থাকতেন ভিক্ষুক সুজন (৩২)। সুজনের খালাতো ভাই শাহিন জানান, সুজনের বাবার নাম কামরুল ইসলাম। সুজন ছোট থাকতে তাঁর মা বাবার ছাড়াছাড়ি হয়। তার পরে সুজন নানির কাছে থাকতেন, নানি মারা গেলে সুজন কখনো ভারত কখনো বাংলাদেশ থাকতো। তিনি আরো বলেন,বাজারের বিভিন্ন ব্যাবসায়ীদের ও বিভিন্ন মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে চলতো।
এবিষয়ে কলারোয়া থানার তদন্ত (ওসি) ফকির তাইজুল ইসলাম বলেন, আমরা একটি লাশ পেয়েছি এবং তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।সে একজন ভিক্ষুক ছিলেন, এবং তার বাবা মা কেউ নেই। তার শরীরে নানা যায়গায় পচন ছিলো।হার্নিয়া ফেটে রক্ত ক্ষরণের কারণে তার মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার তদন্ত ওসি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.