মোঃ মিজানুর রহমান, গাবুরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চলমান টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে আসেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে আসেন জেলা প্রশাসক। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক চলমান প্রকল্পে উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যা কথা শোনেন ও নিয়ম অনুযায়ী সমাধানের আশ্বাস দেন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গাবুরার এই প্রকল্প বাস্তবায়নে কিছু মানুষ বাস্তুচ্যুতি হচ্ছে আমি ইউএনও ও চেয়ারম্যান কে নির্দেশ দিচ্ছি সঠিক তালিকা প্রণয়ন করতে। পরবর্তীতে সরকারি খাসজমিতে আশ্রায়ন প্রকল্প নির্মাণ করে তাদের কে পুনর্বাসন করার ব্যবস্থা করব।
এছাড়া প্রকল্প বাস্তবায়নের জন্য নদীর চরে যে গাছ কাটতে হচ্ছে সেগুলো চিহ্নিত করে উপযুক্ত দাম নির্ধারণ পুর্বক ইউনিয়ন পরিষদের তহবিলে অর্থ জমা রাখতে নির্দেশনা দেন। তিনি ৯নং সোরা থেকে আবারো স্প্রীটবোড যোগে নদী পথে দ্বীপ ইউনিয়নের জেলেয়াখালি, নেবুবুনিয়া, গাবুরা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী, মোঃ আসিকুর রহমান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ নজিবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনাব মোঃ শাহিনুল ইসলাম সহ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.