উপকূলীয় প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ডুমুরিয়া রাহেজান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে ১১তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে,
শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল হাজার ও মুসলিমের উপস্থিতিতে আলোকিত হয়ে ছিল মাহফিল ময়দান। জিকিরের ধনিতে মূখরিত হয়ে উঠেছিল শান্তির এ ময়দান।
নানা বয়সি মুসলিম একত্রিত হয়ে ইসলামী এ মাহফিলে দ্বিনের কথা শুনতে ছুটে এসেছে,
দুইদিনের মাহফিল শুরু হয় প্রতিদিন বাদ আছর হইতে, প্রথম দিনের মাহফিল শেষ হয়েছিল রাত ১২টায়।
তবে রবিবার মাহফিলের শেষ দিনের এ নিউজ লেখা পযর্ন্ত মাহফিল চলমান ছিল।
মাহফিল পরিচালনা কমিটির কাছে জানাতে চাইলে বলেন দুইদিনের মাহফিল শেষে আখেরি মোনাজাতের পর উপস্থিত সকল মুসলিমের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply