শ্যামনগর উপকূলে ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি ও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা উপকূল এলাকার বিভিন্ন স্থানে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস শ্যামনগরের আয়োজনে উপকূলের তরুন তরুনীদের অংশগ্রহণে মানবন্ধন ও প্লাস্টিক অভিযান অনুষ্ঠিত হয়।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস স্বেচ্ছাসেবক নাজমুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেচ্ছাসেবী ,সানজিদা আক্তার,জুলেখা পারভিন, জহিরুল ইসলাম ও শাহিন হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকার রক্ষাকবচ।
সুন্দরবন সুরক্ষার জন্য সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা জরুরি। কিন্তু বিগত ২৩ বছরেও দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের স্বীকৃতি পায়নি কেন? সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান তারা।
Leave a Reply