প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ১২:৪৪ পি.এম
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন বিভাগের আয়োজনে সুন্দরবন দিবস পালিত
উপকূলীয় অঞ্চল( শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে(১৪ই ফেব্রুয়ারি) সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন বিভাগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল ১১ টায়। সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় সংলগ্ন হতে র্যালীটি বের হয়ে নীলডুমুর বাজার সংলগ্ন এলাকা প্রদিক্ষন করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কার্যলয়ে এসে র্যালীটি শেষ হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এবি এম হাবিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক। আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা'র উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক আল হুদা মালী, সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, সিপিজি এর সদস্য ইসমাইল সানা, অজেদ মোল্যা, জুলেখা খাতুন, হাবিবুর রহমান, আব্দুল আজিজ সরদার সহ বনবিভাগের সকল কর্মকর্তা,কর্মচারী বৃন্দ। এসময়ে বক্তরা বলেন সুন্দরবন দিবসে সুন্দরবন কে ভালোবাসুন, এবং সুন্দরবন সংরক্ষণে সবাই কে এগিয়ে আসার আহবান করেন।
মনোরম পরিবেশে বনবিভাগের আয়োজনে সুন্দরবন দিবসটি পালন করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫