বাগেরহাট প্রতিনিধিঃ
সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেডিকেলে পড়ার সুযোগ পেলো বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী মো:নাদিমুল ইসলাম।
গত রবিবার (১১ ফেব্রুয়ারি) ফলাফল প্রকাশিত হবার পর চান্স পাওয়া নাদিমুলের স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কামনার বন্যা বইয়ে দিতে শুরু করেন।
নাদিমুল উপজেলার পৌরসভার সানকিভাংগা গ্রামের মো.আমির হোসেনের ছেলে।
উপজেলার অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সনে বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি ও খুলনা পাবলিক কলেজে ২০২৩ সনে বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস সি মেধা তালিকায় উত্তির্ন হয়।
পরে, এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলে মেধা তালিকায় উত্তির্ণ হয়ে যশোর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।
তবে, ভবিষ্যতে চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা সদ্য মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তির্ণ নাদিমুলের।
Leave a Reply