প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৮:২৯ পি.এম
নীলডুমুর খেয়াঘাটে আবার ও নদী ভাঙন দেখা দেওয়ায় জন মনে আতঙ্ক সৃষ্টি
শ্যামনগর বুড়িগোয়ালিনী নীলডুমুর খেয়াঘাটে নতুন করে আবারো নদী ভাঙ্গন দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক।
সোমবার সকাল থেকে হঠাৎ ঘাটের বেশ কিছু অংশ ডেবে যাওয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ২০০৯ সালের প্রলয়কারী ঘূর্ণিঝড় আইলার পরবর্তী সময়ে নীলডুমুর টু গাবুরা ডুমুরিয়া পারাপারের খেয়াঘাট টি নয় টি দোকানসহ নদী গর্ভে বিলীন হয়ে যায়।তারপর থেকে আজ পর্যন্ত এখানে কোন ঘাটের বাজেট না হওয়ার পরে মানুষের পারাপারের জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়।
তবে উল্লেখ থাকে যে ২০০৯ সালে ভাঙ্গনে বেশ কিছু দোকান ঘর সহ এই ঘাটটি ভেঙে যাওয়ার পরে সরকারি ভাবে ব্লক এবং জিও বালুর বস্তা ডাম্পিং করার কারণে তাৎক্ষণিক ভাঙ্গন রোধ হয়।
সে থেকে আজ পর্যন্ত ভাল ছিল তবে হঠাৎ এভাবেই বেশ কিছু জায়গায় জুড়ে ভাঙন দেখা দেওয়ায় জনমানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা বলেন এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত গাবুরা ইউনিয়নের একমাত্র প্রবেশদ্বার নীলডুমুর এই খেয়াঘাট, তবে আবরো যে ভাবে ভাঙন সৃষ্টি হয়েছে হয়তো আবারো নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে এই ঘাটটি,তাই স্থানীয়রা দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই ঘাটটিতে জিও বস্তা ডাম্পিং করার জন্য।
মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে ছুটে আসেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি ভাঙ্গন স্থান পরিদর্শন করেন এবং জিও বস্তা ডাম্পিং এর অনুরোধ জানান পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫